মেসি- নেইমার-রোনালদো কি ফুটবল খেলে? ফানি গল্প।😁💃


ফুটবল খেলতাম আমরা। বাপরে বাপ খেলা কারে
কয়!
খেলার আগে গেম প্ল্যান অনুসারে সবার
পজিশন ঠিক হল।
তোরা তিনজন ডিফেন্সে, আমরা দুইজন
মিডফিল্ডে, তুই ডানে, তুই বামে। আর তুই মেইন
স্ট্রাইকার।খেলায় অফসাইড নাই।
তুই (মেইন স্ট্রাইকার) ওদের গোলবারে হেলান
দিয়ে দাঁড়িয়ে গোলকিপারের সাথে গল্প কর।
নিচে নামার দরকার নাই।
শুধু আমরা বল আগায় দিলে গোল করবি। খবরদার,
মিস হওয়া চলবে না।
তারপর খেলা শুরু হওয়ার দুই মিনিট পর পজিশন-টজিশন
সব ভেঙ্গেচুরে একাকার অবস্থা। ডিফেন্ডার
চলে গেছে গোল করতে, স্ট্রাইকার এসে
ডিফেন্স সামলাচ্ছে।
আরো পরে দেখা গেল মাঠের এক কোণায়
একটা জটলা। জটলার মাঝখানে বল। বল যেখানে
দুই টিমের গোলকিপার বাদে বাকি সব খেলোয়াড়
সেখানে।
যে যেদিক থেকে পারতেছে সেদিক
থেকে লাত্থি মারতেছে। কিন্তু বল বেচারা
বের হওয়ার জায়গা পাচ্ছে না।
মাঠে কাদা থাকলে আরেকটা দৃশ্য দেখা যায়।
জটলার ভিতর লাত্থালাথি চলতেছে। এক এক জন
বলে অলরেডি তিনবার করে লাত্থি দিয়েছে,
অথচ বল দুই ইঞ্চিও নড়ে নাই। আরেকজন দৌড়ে
এসে স্লিপ, এক স্লিপে দশ হাত গিয়ে বলে মারা।
হঠাৎ একজন একহাতে চোখ ধরে চিল্লায় উঠল
‘ঐ, আমার চোখে কাদা পড়ছে’। তারপর আরেক
চোখ খোলা রেখে পাশের পুকুরে ঝুপ
করে দিল লাফ।
কাদা-পানির ভারে আরেকজনের প্যান্ট কোমর
ছেড়ে অভিকর্ষের টানে ভূ- কেন্দ্রের
দিকে ছুটছে।
খেলার শুরু পাঁচ মিনিট পর গোলকিপারের চিল্লানি
শুরু করছে। সে অলরেডি ৫ মিনিট গোলকিপিং
করে ফেলেছে। এখন আরেকজনকে
গোলকিপার হতে হবে। সে এখন স্ট্রাইকিং-এ
খেলবে। এরপর আগের স্ট্রাইকার সরাসরি
গোলকিপিং-এ চলে এলো ৷
এভাবেই সব প্লেয়ার গোলকিপিং, ডিফেন্স,
মিডফিল্ড, স্টাইকিং সব
পজিশনে খেলে ফেলে পুরাই অলরাউন্ডার ।
অথচ এই মেসি,নেইমার ,রোনালদো তারা একটা
পজিশনে খেলে।
ভালো খেলোয়ার হতে হলে ,আমাদের
মতো সব খানেই খেলার যোগ্যতা থাকা চাই

Post a Comment

Previous Post Next Post