সময়ের কাজ সময় করতে হয় না হলে পরে পস্তাতে হয়।

সময়ের কাজ সময় করতে হয়। না হলে পরে পস্তাতে হয়।আমরা ত সব কিছুতেই অলসতা করি।কাজ হলেতো কোনো কথানাই।কোনো কাজ করব করতে করতে সময় থাকেনা। আমরা আজকের কাজ কাল করব বলে রেখে দেই। এতে করে যে আমাদের এই ক্ষতি। পরে দেখা যচ্ছে পরে আরো অনেক কাজ এক সাথে হয়ে যাচ্ছ।কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব তা বুজতে পারিনা।এতে আমাদের উপর অনেক পেশার পরে।দেখা যা কোনো কাজের সমাদান বেরকরতে পারিনা।যখন আমরা পড়াশোনা করতাম তখন শিক্ষক একটা উপদেশ বেশি দিত দৈনিক এর পড়া দৈনিক শিখে ফেলা।এতে করে তোমরা পরিক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আর যারা এই উপদেশ টি মেনে নিছে তরাই উন্নতি করতে পেরেছে।তাই আমাদের সময়ের কাজ সময়ের মধ্যে করতে হবে।আর সময়কে ফাকি দিলে আমাদের এই যে লস।

Post a Comment

Previous Post Next Post