পড়াশোনা

 আমরা এখন সবাই পড়াশোনা করি।পড়াশোনা হিন মানুষ পশুর সমান। কিন্তু আমরা পড়াশোনাকে নিজের মত করে নিতে পারিনি।কারন অমরা চাই পড়াশোনা করে ভালো একটা চাকরি করতে।ঙ্গান আর্জন করতে না। তাই ত আমাদের দেশের উন্নতি আশাকরা যায়না।
কারন আমরা পড়ালেখা মুখস্ত করি।আমরা বুজে পড়ার চেষ্টা করিনা।আমরা চাই পরীক্ষায় পাশ করে ছাটিফিকেট হাতে নিতে। আমরা ভাবি ছাটিফিকেট মাধ্যমে আমরা সব করতে পারব। কিন্তু আমাদের দেশে আনেক যোগ্যতা পন্য মানুষ আছে যারা চাকরির জন্য আনেক চেষ্টা করতেছে । কিন্তু চাকরি ত আর সবার কপালে থাকেনা। আমরা যদি ভাব তাম চকরি করবনা আন্যকে চাকরি দেব তাহলে আমাদের উন্নতি ১০০%ছিল।কিন্তু আমরা তা করিনা।

Post a Comment

Previous Post Next Post