আমরা এখন ইন্টারনেটের সাথে খুব প্ররিচিত। ইন্টারনেট ছাড়া আমরা একমিনিট ও থাকতে পারিনা। যখন আমাদের কাজ থেকে একটু অবসর পাই তখন আমরা ইন্টারনেট নিয়ে বেস্ত হয়ে পরি।আমরা আগে ইন্টারনেট কে যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার করতাম। কিন্তু এখন ইন্টারনেট শুধু যোগাযোগ মাধ্যম নয় এতে আমরা সব ধরনের সুবিধা পেয়ে থাকি।এই সুবিধা যেকেও পেতে পারে। এই সুবিধা সবার জন্য সমান। এটি ব্যবহার সহজ ও দ্রুত। ইন্টারনেট সম্পর্কে একটু যানলেই হল।পরে আস্তে আস্তে আরো আনেক কিছু যানতে পারবেন।